শিরোনাম

হাসিনার ফাঁসির রায়ে বেরোবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রুশাইদ আহমেদ, বেরোবিঃ

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতে এই রায় ঘোষণার পর বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ফটক হতে আনন্দ মিছিল করেন সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। 

মিছিলটি ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের আবু সাঈদ চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করে হাসিনার ফাঁসির আদেশের জন্য উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ সময়, বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও শাখা ইসলামী ছাত্রশিবির নেতা মো. আহমাদুল হক আলবির বলেন, জুলাইয়ে হাসিনা যে ম্যাসাকার চালিয়েছেন তার জন্য যদি সারাদেশের সকল ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়, তবুও তার প্রায়শ্চিত্ত হবে না। 

এরপরও তাঁর নিজের হাতে গড়া বিচারিক হত্যাকাণ্ড চালানোর অস্ত্র ক্যাঙ্গারু কোর্টে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁরই ফাঁসির রায় আসায় জাতি আজ আনন্দিত। সত্বর তাঁকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করলে জাতি আরও বেশি উচ্ছ্বসিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. আশিকুর রহমান বলেন, হাসিনার ফাঁসির রায় আদতে ছাত্রজনতার আরেকটি বিজয়। 

একইসঙ্গে, শেখ হাসিনাকে “খুনি” আখ্যা দিয়ে দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও আহ্বান জানান তিনি।

এ দিকে, শিক্ষার্থীদের আনন্দ মিছিলে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এই রায় একটা সন্তোষজনক বিষয়। তবে আমাদের মনে রাখতে হবে, গোটা দেশ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় আবু সাঈদের রক্তের কাছে ঋণী। 

এই রায়ের মতো আবু সাঈদের হত্যাকারীদেরও ট্রাইব্যুনালে যথাযথ শাস্তি দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে অন্যায্য কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে দেশজুড়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা, হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে ৩৯৭ দিনের বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ আদালত গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় সোমবার। 

এই আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। 

২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর (অধুনা শহীদ আবু সাঈদ) ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। 

তাঁর শাহাদতবরণের দৃশ্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন ছাত্রজনতা। পরে একই বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় বিগত ক্ষমতাসীন আওয়ামী সরকার।

No comments