আইজিপির বগুড়া সফরে সাংবাদিকদের নিষেধাজ্ঞা, স্থানীয় গণমাধ্যমের ক্ষোভ
শাজাহানপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম রবিবার (২ নভেম্বর) বগুড়া সফর করেছেন। তবে সফরটি ছিল প্রায় গোপনীয়। সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাতে বগুড়া জেলা পুলিশের ফেইসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় আইজিপি মহোদয় শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম পরিদর্শন, পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।
আইজিপি বাহারুল আলম সকালে পুলিশ লাইনসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এরপর তিনি শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম ঘুরে দেখেন এবং থানার অফিসার, ফোর্স ও বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি থানার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
সফরের সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে সফরটি পুরোপুরি গণমাধ্যমের বাইরে রেখে পরিচালিত হওয়ায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, জেলা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সংবাদ বিজ্ঞপ্তি, আমন্ত্রণ বা তথ্য সরবরাহ করা হয়নি।
একজন স্থানীয় সাংবাদিক বলেন, আইজিপি মহোদয়ের মতো একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফর সংবাদকর্মীদের অজানায় রাখা দুঃখজনক। গণমাধ্যমকে এভাবে উপেক্ষা করা মুক্ত সাংবাদিকতার প্রতি অবজ্ঞা।
শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারন সম্পাদক জানান, বিষয়টি নিয়ে জেলা পুলিশের উর্ধতন একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, সফরটি অভ্যন্তরীন কারণে সীমিত পরিসরে, তাই গণমাধ্যমকে জানানো হয়নি।
বগুড়া শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আইজিপি স্যার শাজাহানপুর থানায় শর্ট ভিজিটে এসেছিলেন, সংক্ষিপ্ত সময়ে থানার কার্যক্রম দেখে, একান্তভাবে ইন্টারনাল একটা ভিজিট, সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি দেখে চলে গেছেন। কোন মিডিয়া ব্রিফিং বা অন্য কোন বিষয় না।
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টির ব্যাখ্যা চেয়ে ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন।

No comments