শিরোনাম

গাবতলীর দুর্গাহাটায় ছাত্রদল কর্মী সাকিবের ওপর হামলা গ্রেফতার ১




স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার গাবতলীর দুর্গাহাটায় কলেজ ছাত্র সাঞ্জিদুর রহমান সাকিবের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলার ঘটনায় শনিবার (০১ নভেম্বর) এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. আতিক (৪৫), পিতা মৃত তছলিম উদ্দিন পুটু, সাং: দুর্গাহাটা। 

শনিবার সন্ধ্যায় এসআই মজিবরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনা ঘটে গত ৩১ অক্টোবর বিকেলে, দুর্গাহাটা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ফুটবল খেলার সময়। পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা কলেজ ছাত্র সাকিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত সাকিবকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সাকিবের বাবা রবিউল করিম বাদী হয়ে ১১ জন নামীয় ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।মামলা দায়েরের কিছুক্ষণ পরই সন্ধ্যায় গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়।

No comments