শিরোনাম

ওসির বিরুদ্ধে অভিযোগ: সংবাদ ঠেকাতে বগুড়া বিসিক ডিজিএমের ফোন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সোনাতলার এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে তিনি ওসির বিরুদ্ধে অবৈধভাবে বাড়িতে প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলন শেষে বিষয়টির প্রতিক্রিয়া জানতে ওসি রওশন কবিরের মোবাইল ফোনে যোগাযোগ করেন এই প্রতিবেদক। ফোনে ওসি নিজ অবস্থান জানালেও কিছুক্ষণ পরই অপ্রত্যাশিতভাবে প্রতিবেদকের মোবাইল নম্বরে কল আসে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়ার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম মাহফুজুর রহমানের।

ফোনে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। কেন তিনি সংবাদ প্রকাশে অনুরোধ জানালেন—সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি একজন ভালো মানুষ তার নামে মিথ্যা অভিযোগ উঠানো হয়েছে। আপনি সংবাদ প্রকাশ করলে তার ক্ষতি হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে বিস্ময় ও আলোচনা সৃষ্টি হয়েছে। একজন সরকারি কর্মকর্তার এ ধরনের ফোন সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা কিনা—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে ভুক্তভোগী তার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments