ফেসবুকে মন্তব্যের জেরে পদ হারালেন ফরিদপুর ছাত্রদল নেতা রোমান
এস এম আলমগীর হুসাইনঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ায় ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রবিবার ১৬ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোমানকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী আচরণের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রোমানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।
রোমান জানান, মহাসচিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়। চারিদিকে সমালোচনা হতে থাকে। এ নিয়ে তিনি মহাসচিব কে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে তা সরিয়ে নেন এবং ক্ষমাও চান। তবুও তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চান না।
এদিকে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা জানান, বিগত ১৬ বছর দলের দুঃসময় ও কঠিন বাস্তবতায় রোমান frontline থেকে সংগঠনকে ধরে রেখেছিলেন। সাহস, নিষ্ঠা আর আদর্শিক অবস্থানের কারণে তিনি এলাকার একজন মানবিক ও নিবেদিত ছাত্রদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে এমন সিদ্ধান্তে তারা হতবাক ও ব্যথিত। তারা মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ-নিষ্ঠার মূল্যায়ন না করে এমন আকস্মিক শাস্তি রোমানের প্রতি অবিচার।
নেতাকর্মীদের দাবি, ঘটনার পুনর্বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের আহ্বান জানানো উচিত।

No comments