শিরোনাম

আজ বগুড়ায় আসছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া-২ আসনের শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ছাত্র-জনতার সমাবেশে অংশ নিতে আজ (রোববার, ৯ নভেম্বর) বগুড়ায় আসছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। বিকেল ৩টায় আয়োজিত ওই সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুর আড়াইটায় তিনি হযরত শাহ সুলতান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

উল্লেখযোগ্য যে, বিএনপিতে যোগদানের পর এটিই মীর স্নিগ্ধর প্রথম বগুড়া সফর। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

No comments