গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, আহত আরও একজন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের গাছা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় জামিল (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মারুফ গাজীপুর মহানগরের কুনিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত জামিল একটি সিগারেট কোম্পানিতে চাকরি করেন। তিনি রাত সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর সড়কের একটি দোকানে সিগারেট বিক্রির বকেয়া টাকা আনতে যান। এ সময় দোকানের সামনে কয়েকজন কিশোর আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে রবি নামে এক যুবক হাতে ছুরি নিয়ে পায়চারি করছিলেন।
রবির এই আচরণের প্রতিবাদ করলে রবি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালায়। এ সময় জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু রবির নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা উভয়ের ওপরই ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। আহত জামিল বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত জামিল বলেন, “রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সন্ধ্যা নামলেই তাদের অস্ত্রের মহড়ায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা ও কিশোর অপরাধ ব্যাপকভাবে বেড়েছে। কেউ প্রতিবাদ করলে গ্যাং সদস্যদের হামলার শিকার হতে হয়।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

No comments