ফয়সাল হোসাইন সনি, বগুড়াঃ
বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির রাজনীতিতে হঠাৎ একটি বড় ঝড় বয়ে গেল। সংগঠনের জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ঐশী জামান মুমু আকস্মিকভাবে পদত্যাগ করায় তোলপাড় শুরু হয়েছে ছাত্রশক্তির অভ্যন্তরে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন।
তবে সংগঠনের আহবায়ক বরাবর কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র দাখিল করেননি বলে জানা গেছে। ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে মুমু লিখেছেন—"ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।"
কিন্তু এর সঙ্গে ভেতরে জমে থাকা ক্ষোভও তুলে ধরেছেন তিনি। তার অভিযোগ—“কমিটি গঠনের সময় আমাকে না জানিয়ে এবং আমার মতামত ছাড়াই আমাকে মুখপাত্র করা হয়। তারপরও দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন আর পারছি না।”
এদিকে তার পদত্যাগে জেলা শাখায় সৃষ্টি হয়েছে শূন্যতা। কারণ মুখপাত্র পদটি শুধু প্রচার বা বিবৃতির দায়িত্ব নয় — এটি সংগঠনের মুখ, অবস্থান ও দিকনির্দেশনার প্রতীক।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন—“তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি।”
সংগঠনের ভেতরের সূত্র বলছে—এই পদত্যাগ শুধু ব্যক্তিগত কারণ নয়, বরং কমিটি নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবং অভ্যন্তরীণ অস্থিরতারই প্রতিফলন।
এখন প্রশ্ন—মুমুর পদত্যাগ কি ছাত্রশক্তির ভেতরের বিভাজনকে উন্মুক্ত করে দিল? আর নতুন মুখপাত্র নিয়োগে কতটা সময় লাগবে?
সব মিলিয়ে বগুড়ার ছাত্ররাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু —“মুমুর হঠাৎ সরে দাঁড়ানো—দরজার পেছনে কী ইঙ্গিত?”
No comments