বগুড়ায় আলোচিত বিড়াল হত্যা মামলার অভিযুক্ত নারী অন্য অভিযোগে গ্রেফতার
আব্দুল মোমিন:
বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত ঝগড়া-বিবাদ ও অশান্ত আচরণের অভিযোগে মোছাঃ বুলবুলি বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বুলবুলি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে আসছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তিনি প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। একাধিকবার হাতে বটি নিয়ে প্রতিবেশীদের ধাওয়া করার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পড়ে থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত বুলবুলি বেগম দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের মো. খোকা মণ্ডলের মেয়ে। তিনি তালাকপ্রাপ্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন আদমদীঘি থানায় একটি বিড়াল হত্যার অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর থেকেই বুলবুলি বেগম স্থানীয়ভাবে আলোচনায় আসেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বিড়াল হত্যার ঘটনায় বুলবুলিকে আটক করা হয়নি। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তাদের ধাওয়া করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মস্তাফিজুর রহমান বলেন,
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুলবুলিকে আটক করা হয়েছে। কয়েক দিন আগে একটি বিড়াল হত্যার বিষয়েও থানায় অভিযোগ হয়েছিল। সব অভিযোগ যাচাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

No comments