ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদ বেল্লাল হোসেন গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন (৪৫),কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডুড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
ধুনট থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ওই সময় আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব হাবিবর রহমানের নেতৃত্বে সিরাজের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় দুটি জিপ গাড়ি ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলারই অজ্ঞাতনামা আসামি হিসেবে যুবলীগ নেতা বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, “মামলার এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

No comments