বগুড়ায় এনসিপি'র যুবশক্তির নেতা শামিমকে রাতে আটক, সকালে ছেড়ে দিল ডিবি
ফয়সাল হোসাইন সনি, বগুড়া
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুবশক্তির সংগঠক শামিমকে ২০ নভেম্বর সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ গেট এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রাতভর জিজ্ঞাসাবাদের পর ২১ নভেম্বর সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, বিআরটিসি বাস ডিপোর শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনকে পিটিয়ে জখম করার ঘটনায় সম্প্রতি উত্তেজনা ছড়ায় এলাকায়। ১৮ নভেম্বর রাতে ডিপো এলাকায় দুর্বৃত্তরা আলমগীরকে মারধর করে থানায় সোপর্দ করলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার জের ধরেই শামিমকে আটক করা হয় বলে দাবি স্থানীয়দের।
শামিমকে আটক করার পর রাতভর ডিবি কার্যালয়ের সামনে এনসিপির একাধিক নেতাকর্মী অবস্থান নেন। তারা শামিমকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে এলাকায় টানটান উত্তেজনার সৃষ্টি করেন।
বিআরটিসিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “দীর্ঘদিন ধরে আলমগীর হোসেনের কাছে কিছু লোক টাকা দাবি করছিল। টাকা না দেওয়ায় তার ওপর হামলা হয়।” তবে এ ঘটনার বিষয়ে আহত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
ডিবির ইন্সপেক্টর রাজু কামাল বলেন, “উর্ধ্বতনের নির্দেশে শামিমকে ডিবিতে আনা হয়েছিল। কেন তাকে আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানি না।”
এদিকে ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “বিআরটিসির একজনকে হামলার ঘটনায় শামিমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিছু তথ্য নেওয়া হয়েছে। তবে যে মামলাটি হয়েছে, সেখানে শামিমকে আসামি করা হয়নি। তাই জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
ঘটনার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো—যুবশক্তির এই নেতা অতীতে যুবলীগের রাজনীতিতেও জড়িত ছিলেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। ফলে পুরো ঘটনাটি রাজনৈতিক সংশ্লিষ্টতার দিক থেকেও নতুন প্রশ্ন তৈরি করেছে। রাতভর উত্তেজনার পর সকালে মুক্তি—পুরো ঘটনাই এখন বগুড়ায় আলোচনার কেন্দ্রে।

No comments