শিরোনাম

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সদর উপজেলার পঞ্চবটী এলাকার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এম এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের কারখানার বয়লার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কাজ করা ছয়জন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন— শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তাকর্মী নুর মোহাম্মদ। দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

চোখে দেখা এক শ্রমিক জানান, সকালে সবাই নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে সবাই দগ্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি এমএস ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড কারখানায় ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করেনি। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন থেকে গ্যাস লিকেজের কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

No comments