রাঙ্গুনিয়ায় অবৈধ বালি উত্তোলনের সংবাদ সংগ্রহে হামলার শিকার সাংবাদিক, প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
কর্ণফুলি নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে স্থানীয় ছাত্র জনতার প্রতিরোধের আহবানে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয় সাংবাদিক কামরুল ইসলাম।
গতকাল সোমবার রাত দশটায় পশ্চিম সরফভাটা কর্ণফুলী নদী তীরবর্তী মাওলানা গ্রামে হামলার ঘটনা ঘটে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে সুনির্দিষ্ট হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করেন।
সাংবাদিক কামরুল ইসলাম সিটিজি পোষ্ট,দৈনিক প্রিয় চট্টগ্রামের প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক।
এর প্রতিবাদে বুধবার (২৮অক্টোবর) ইছাখালী পৌরসদরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় সভাপতি আজিজুল ইালামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু,সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাহাত মামুন, সহ সভাপতি মোঃ ইদ্রিস,মীর জাহেদ,ওমর ফারুক,ওসমান গণি প্রমূখ।
সংহতি প্রকাশ করেন উপজেলা জিয়ামঞ্চের সভাপতি আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ,পৌর জিয়ামঞ্চের আহবায়ক রফিকুল কাদের,সদস্য সচিব মেহেদি হাসান টিপু,কাপ্তাই সড়ক চার লেইন উন্নয়ন কমিটির সভাপতি মোঃ শরীফ,প্রতিবাকারীদের পক্ষে মোঃ কাশেম ও সিরাজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন,
কর্ণফুলীর বালি বিষফোড়া হয়ে উঠেছে। এ অবৈধ খাতে বিনিয়োগকারীরা রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় মত্ত হয়ে ইজারার নিয়মনীতি, বিধি বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নদী শাসন করে চলেছে। ভারি ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে চালিয়ে নিচ্ছে বালি উত্তোলন। প্রেসক্লাব নেতৃবৃন্দ কামরুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার,পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ বালি উত্তোলন বন্ধের জোর দাবি জানান।- -রাঙ্গুনিয়া --প্রতিনিধি-

No comments