কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে নিকট আত্মীয়ের অমানবিক অপকর্ম। নিজ শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জামাতা মো. কাজিমুদ্দিনের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার কাউনিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি কাজিমুদ্দিন (পিতা-মৃত আব্দুল কাদের) গোপিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একই বাড়িতে তার শাশুড়ির সঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি শাশুড়ির প্রতি কুনজর রাখলেও সামাজিক লজ্জা ও পারিবারিক সম্পর্কের কারণে ভুক্তভোগী বিষয়টি গোপন রেখেছিলেন।
প্রায় ২৫ দিন আগে মেয়েটি—মুসফিকা আক্তার কর্মসূত্রে ঢাকায় চলে যাওয়ার পর সুযোগ পেয়ে জামাতা দুই দফায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সবশেষ গত ৮ অক্টোবর সকালে, মেয়ের অনুপস্থিতিতে শয়নকক্ষে মুখ চেপে ধরে আবারও ধর্ষণ করেন আসামি কাজিমুদ্দিন। লজ্জা ও ভয়ভীতির কারণে ভুক্তভোগী কিছুদিন আত্মগোপনে থাকেন। পরে মেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানার পর উল্টো মাকে ভয়ভীতি দেখালে তিনি বাধ্য হয়ে ছেলে ও স্বজনদের সব খুলে বলেন। পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন শাশুড়ি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, “ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা দায়ের করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
No comments