মর্গে মৃত তরুণীকে ধর্ষণ: ডোম গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যার পর রাখা এক ২০ বছর বয়সী তরুণীর মরদেহ ধর্ষণের অভিযোগে ডোম আবু সাঈদ (১৯)–এর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে ২০ অক্টোবর দুপুর ১২টার দিকে হাসপাতালের লাশকাটা ঘরে এ চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত আবু সাঈদ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানার হয়ে মরদেহ আনা-নেওয়ার কাজে নিযুক্ত ছিলেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, “গত রোববার রাতে হালুয়াঘাট উপজেলার এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখে। পরদিন সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়।”
তিনি আরও জানান, “মর্গে মরদেহ রেখে বেরিয়ে যাওয়ার কিছু সময় পর আবু সাঈদ আবার ফিরে এসে চাবি নিয়ে মর্গে ঢুকে মৃত তরুণীকে ধর্ষণ করে। পরে অন্য এক ডোম মর্গের লাইট জ্বালিয়ে তাদের ঘুমন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি ডিউটি ডাক্তারকে জানানো হলে, ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে।
এরপর খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আবু সাঈদ ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই জামাল হোসেন।

No comments