বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ায় ছাত্রদলের সাবেক নেতা শামছুজ্জোহা পাভেল (৩০) কে রামদা দিয়ে কুপিয়েছে মোটরসাইকেল আরোহী একদল যুবক। এ সময় সেখানে একটি ওষুধের দোকানেও হামলা করে ভাংচুর করা হয়।
গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাভেল সেউজগাড়ী কারমাইকেল রোডের আব্দুর রশিদ বেলালের ছেলে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পাভেলের স্বজনরা জানান, ওই সময় সেউজগাড়ী পালপাড়ায় পূজামন্ডপ সংলগ্ন সিমন ফার্মেসিতে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রদল বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক নেতা পাভেল। কিন্তু এ সময় হঠাৎ ৫-৭টি মোটরসাইকেলযোগে বিভিন্ন ধারালো অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একদল যুবক এসে ওই দোকানে বসে থাকা পাভেলের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পাভেলকে মারপিটের এক পর্যায়ে রামদা দিয়ে তার মাথায় কোপ মারে। এতে রক্তাক্ত অবস্থায় পাভেল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। হামলার সময় প্রাণভয়ে দোকান মালিক দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে নিজেকে রক্ষা করেন। পরে স্থানীয় লোকজন পাভেলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
দোকান মালিক সিমন জানান, হামলাকারীরা তার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। সেইসাথে ক্যাশবাক্স থেকে সারাদিনের ওষুধ বিক্রির টাকা লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
No comments