শিরোনাম

দশ বছর পর এক ফ্রেমে বাপ্পি-মাহি! ঢালিউডে জল্পনা—ফিরছে কি পুরনো ম্যাজিক




বিনোদন ডেস্ক, চ্যানেল টেনঃ

ঢালিউডের রোমান্টিক সিনেমাপ্রেমীদের কাছে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি—একটি নস্টালজিক নাম। শাহিন সুমনের পরিচালনায় ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে এই জুটি প্রথমবার বড় পর্দায় হাজির হয়। সেই সিনেমা ছিল ব্যবসাসফল, আর এই ছবির হাত ধরেই ঢালিউড পায় নতুন তারকাজুটি বাপ্পি-মাহি

পরবর্তী কয়েক বছরে একাধিক হিট ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। তবে সময়ের ব্যবধানে সেই জনপ্রিয় জুটি হারিয়ে যায় নতুন মুখের ভিড়ে। সর্বশেষ তাদের দেখা যায় শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে, ২০১৮ সালে। এর পর থেকেই তারা আলাদা পথে।

কিন্তু এবার যেন আবারও আলোচনায় ফিরলেন এই তারকাযুগল।

বুধবার সকালে মাহিয়া মাহি তার অফিসিয়াল ফেসবুকে বাপ্পি চৌধুরীর সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন—

“১০ বছর পর বন্ধুর সঙ্গে।”

এই এক লাইনেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভেসে যায় মন্তব্যে—

“পুরনো মাহি-বাপ্পিকে আবার পর্দায় চাই”, “ঢালিউডে আবার ফিরুক ভালোবাসার রঙ!”


তবে মাহির ‘১০ বছর পর’ মন্তব্য নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। কারণ, তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘অনেক দামে কেনা’ (২০১৬) এবং ‘পলকে পলকে তোমাকে চাই’ (২০১৮) সিনেমায়।


এদিকে জানা গেছে, বর্তমানে বাপ্পি ও মাহি দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, হয়তো নতুন কোনো প্রজেক্ট বা অনুষ্ঠানে অংশ নিতেই তাদের দেখা হয়েছে।


যদিও এখনো কোনো পক্ষ থেকে নতুন সিনেমার ঘোষণা আসেনি, তবু ঢালিউডপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে—


No comments