শিরোনাম

আজ থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

 

চ্যানেল টেন অনলাইনঃ

ইলিশের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে আজ থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা।

শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের নেতৃত্বে উপকূলীয় এলাকাগুলোতে চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম।

এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ২২ দিনের এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

নিষেধাজ্ঞা চলাকালে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা হিসেবে প্রদান করা হবে।

No comments