শিরোনাম

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা স্ত্রী আটক




সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত স্বামীর নাম আব্দুল করিম (৩২)। তিনি ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল করিমের আগেও একটি বিবাহ হয়েছিল। প্রথম স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় তিনি তাকে ডিভোর্স দেন। এরপর প্রায় এক মাস আগে তিনি পাবনা জেলার বেড়া থানার তানজিলা আক্তারকে বিয়ে করেন।

তবে বিয়ের পর থেকেই তানজিলার সঙ্গে নাহিদ নামে একটি ছেলের পরকীয়ার সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। 

করিমের স্বজনেরা জানান , গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টার দিকে তানজিলা তার স্বামী আব্দুল করিমকে “কৃমির ট্যাবলেট” খাওয়ানোর কথা বলে আসলে গ্যাস ট্যাবলেট খাইয়ে দেন। কিছুক্ষণ পর করিম প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং উঠানে পড়ে যান।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তানজিলা স্বীকার করেন পরকীয়া প্রেমিক নাহিদের পরামর্শে তিনি এই কাজটি করেছেন। স্থানীয়রা তানজিলাকে আটক করে রাখেন এবং পরদিন ২৯ অক্টোবর সকালে পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তানজিলা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।


No comments