হিজলায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবির আহসান ইমনের সাফল্য
হিজলা উপজেলা প্রতিনিধি
আজ ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার হিজলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখা ও ফয়সাল মাহমুদ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে আসরের নামাজের পর পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিযোগিতার আয়োজনে স্থানীয় কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়
প্রতিযোগিতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩নং গুয়াবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি হাফেজ আবির আহসান ইমন ৩য় স্থান অর্জন করেন।
তাঁর এই সাফল্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গুয়াবাড়ীয়া ইউনিয়ন শাখা এবং কুরআনী-নুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গুয়াবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি সানাউল্লাহ আস সুদাইস বলেন,তরুণ প্রজন্মের মধ্যে হিফজুল কোরআনের চর্চা বৃদ্ধি করা আমাদের অন্যতম দায়িত্ব। হাফেজ আবির আহসান ইমনের এই অর্জন শুধু আমাদের সংগঠনের নয়, পুরো এলাকার গর্ব। তিনি আগামীতে বরিশাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমরা আশা করি, সে সেখানেও সাফল্য অর্জন করবে এবং কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে আরও উৎসাহী হয়ে উঠবে।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস আস সাইফ বলেন,হাফেজ আবির আহসান ইমন আমাদের তরুণ কর্মীদের অনুপ্রেরণার প্রতীক। সে নিয়মিত কুরআন অধ্যয়ন ও দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছে। তার এই অর্জন আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। আমরা দোয়া করি, সে যেন আরও উচ্চতায় পৌঁছাতে পারে।
কুরআনী-নুর ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও হাফেজ আবির আহসান ইমনের শিক্ষক হাফেজ আহমাদুল্লাহ বলেন,আবির আহসান ইমন ছোটবেলা থেকেই কুরআনের প্রতি গভীর অনুরাগী ও শৃঙ্খলাবদ্ধ ছাত্র। তার এই সাফল্য আমার জন্য যেমন গর্বের, তেমনি পুরো প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার উৎস। আমি দোয়া করি, সে যেন কুরআনের আলোকে নিজের জীবন গড়ে তুলে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

No comments