শিরোনাম

বগুড়ায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফিন ইসলাম (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ মার্চ দায়ের করা শাজাহানপুর থানার মামলা নং–১৭ (ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড)-এর তদন্তে তাকে আসামি হিসেবে শনাক্ত করা হয়।

পরে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামী আরিফিন ইসলাম উপজেলার রহিমাবাদ (উত্তরপাড়া) গ্রামের মৃত আ. মান্নান আকন্দের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন, মারামারি, চুরি ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে, আবার কিছু মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতার হওয়া আসামি আরিফিন ইসলাম দীর্ঘদিন ধতে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে আজ শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”


No comments