শিরোনাম

প্রবীণদের পরামর্শে নবীনরাই গড়বে আগামীর বাংলাদেশ — সারজিস আলম



ফয়সাল হোসাইন সনি, বগুড়া

“প্রবীণদের প্রজ্ঞা আর নবীনদের স্বপ্নে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়ায় এনসিপি জেলা সমন্বয় সভা ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের শিক্ষা ও চিকিৎসা খাত আজও দুর্নীতির শৃঙ্খলে বন্দি। এই বাস্তবতা বদলাবে তরুণ প্রজন্ম— প্রবীণদের পরামর্শে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”

এর আগে তিনি জয়পুরহাট জেলা সমন্বয় সভা শেষে দুপুর আড়াইটার দিকে বগুড়ায় এসে সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, বগুড়া জেলা সমন্বয় কমিটির সদস্য ইজাজ আল ওয়াসি জিম, জেলা যুগ্ম সমন্বয়কারী রাফিয়া রাফি, জেলা সদস্য সুলতান মাহমুদ, শওকত ইমরান, বগুড়া জেলার যুগ্ম সদস্য সচিব রিগান হোসাইনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সারজিস আলম বলেন, “রাজনীতি মানে দেশ ও মানুষের সেবা। আজ যারা তরুণ, তারাই আগামী দিনের রাষ্ট্রনেতা। প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা কাজে লাগিয়ে নবীন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে এখন নৈতিক মূল্যবোধ ও জবাবদিহিতার ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে এনসিপি কাজ করছে জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলার মাধ্যমে।”

No comments