ধুনট উপজেলা বিএনপির প্রোগ্রাম সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এম,এ রাশেদ
আগামীকাল রবিবার ধুনট উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা কর্মসূচিকে সফল করতে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং কর্মীসক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল ও সমবায়দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচি সরকারের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে পালন করা হবে।

No comments