শিরোনাম

ধুনট উপজেলা বিএনপির প্রোগ্রাম সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



‎এম,এ রাশেদ 

‎আগামীকাল রবিবার ধুনট উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

‎সভায় বক্তারা কর্মসূচিকে সফল করতে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং কর্মীসক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

‎প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল ও সমবায়দলের নেতাকর্মীরা।

‎নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচি সরকারের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে পালন করা হবে।

No comments