শিরোনাম

শাহজাদপুরে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা দাবিতে বরিশালের সোনিয়ার অনশন

 



সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা দাবিতে চার দিন ধরে অনশন করছেন সৈয়দা সোনিয়া আক্তার (২৮) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার আগ নুকালী গ্রামের আনছার আলীর বাড়িতে।

অনশনরত সোনিয়া আক্তার জানান, তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামে। প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর দেড় বছরের এক সন্তান নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। সেখানে সাভারের হেমায়েতপুরে রাফি আর্ট গ্যালারিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার সময় প্রায় দুই বছর আগে পরিচয় হয় শাহজাদপুরের আনছার আলীর সঙ্গে।

প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আনছার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি বাসা ভাড়া নেন এবং স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। কিন্তু সোনিয়া যখন আনুষ্ঠানিক বিয়ে ও কাবিনের কথা তুলেন, তখন নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন আনছার। পরে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের চাপের মুখে গত ১ জুলাই সাভারের এক নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু বিয়ের মাত্র চার মাস পরই আনছার আলী হঠাৎ বাসা ছেড়ে উধাও হয়ে যান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে আনছার জানান, তিনি মালয়েশিয়া চলে গেছেন এবং সোনিয়ার কাছে একটি তালাকনামাও পাঠিয়েছেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সোনিয়া।

গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদা দাবিতে গত ২৫ অক্টোবর থেকে আনছারের গ্রামের বাড়ি আগ নুকালীতে এসে অনশন শুরু করেন তিনি।

সোনিয়া বলেন, “আমি শুধু আমার গর্ভের সন্তানের পরিচয় আর ন্যায়বিচার চাই। যতদিন না আমার সন্তান ও আমি স্বীকৃতি পাচ্ছি, ততদিন এই অনশন চালিয়ে যাব।”

স্থানীয়রা জানান, এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসন এখনো বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি।



No comments