সিরাজগঞ্জে সাংস্কৃতিক কর্মী ও নাট্যকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার,২৮অক্টোবর ২০২৫ সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আহ্বানে, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে সদস্য প্রয়াত সিরাজগঞ্জের ২ নাট্যকর্মীর স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আহ্বানে, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাবে জানান, এই মতবিনিময় সভা শুধুই সাংস্কৃতিক কর্মীদের সুবিধা-অসুবিধার কথা শোনার জন্য, কথা বলার জন্য ,,, দেশ বিনির্মানে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে এবং সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তবেই দেশ বিনির্মান সম্ভব।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সভাপতি মণ্ডলীর সদস্য মমিন বাবু। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট'র সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান এর সভাপতি গোলজার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা সিরাজগঞ্জ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের সভাপতি, আজাদ রাহমান প্রমূখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট'র সাধারণ সম্পাদক ইমরান মুরাদ বলেন, জঙ্গিবাদ মৌলবাদকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার গড়ে তুলতে হবে। ৫ই আগষ্ট'র পর সিরাজগঞ্জের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যিনি অনুপ্রেরণা দিয়ে আসছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করে যাবে সিরাজগঞ্জে সকল সাংস্কৃতিক সংগঠন।
এসময়ে বিভিন্ন সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা তাদের বক্তব্যে, দাবি জানান: সিরাজগঞ্জে সাংস্কৃতিক কমপ্লেক্স করতে হবে, এবং সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো মব ভায়োলেন্স যেন না ঘটে এবং একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে।

No comments