ধুনটে কলেজ অধ্যক্ষের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যের সাংবাদিক সম্মেলন
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে নন এমপিও বিলচাপড়ি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের তোলা কলেজ ভাংচুরের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন কালেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লিখিত বক্তব্যে ছরোয়ার হোসেন বলেন, বিলচাপড়ি ও রামনগর দুই গ্রামের মানুষের সহযোগীতায় ২০০০ সালে ১০৬ শতক জমির উপর বাঙ্গালী নদীর পূর্ব পাড়ে বিলচাপড়ি আইড়িয়াল কলেজ নির্মান করা হয়। কলেজটি নির্মানের পর দীর্ঘদিনেও এমপিও ভুক্ত না হওয়ার কারনে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজের ১০৬ শতক জমির সাথে স্থানীয় লোকজনের বাঙ্গালী নদী চরের প্রায় ৩০ বিঘা জমি অবৈধ ভাবে দখলে নিয়ে বালু উত্তোলন করে ব্যবসা শুরু করেন। বিষয়টি নিয়ে রামনগর গ্রামের মানুষের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কলেজের একটি ঘর রেখে আরেকটি ঘর ভেঙ্গে নিয়ে নদীর পশ্চিম পাড় বিলচাপড়ি গ্রামে নির্মান করেন। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগের কতিপয় নেতার ছত্রছায়ায় অবৈধভাবে দখল করা রামনগর গ্রামের সাধারন মানুষের ৩০ বিঘা জমি থেকে অবৈধ বালুর ব্যবসা অব্যহত রাখেন।
গত ১৬ অক্টোবর আমি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে আমাদের পৈত্রিক সম্পত্তি ছেড়ে দেওয়ার অনুরোধ করায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমার বিরুদ্ধে কলেজ ভাংচুরের মিথ্যা অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও ধুনট থানার ওসির নিকট দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় আমার মান সম্মানের হানি হয়। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুষ্ঠ তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

No comments