সাজিদের হত্যার বিচার দাবিতে ইবিতে প্রতীকি লাশ নিয়ে সহপাঠী ও ছাত্রসংগঠনের মৌন মিছিল
কুষ্টিয়া,প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মৌন মিছিল করেছে তার সহপাঠী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে প্রতীকী লাশ নিয়ে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে এসে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত দিনের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মৌন মিছিলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহেদ আলম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, খেলাফত ছাত্র মজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং নিহত সাজিদের সহপাঠীরা অংশ নেন।

No comments