ডিবির ইনচার্জসহ দুই পুলিশ সদস্যকে বহাল রাখায় উত্তাল বগুড়া, ৩ দিনের আল্টিমেটাম পুলিশ সুপারকে
ফয়সাল হোসাইন সনি, বগুড়া
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইনচার্জসহ দুই পুলিশ সদস্যকে বহাল রাখার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বগুড়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ইন্সপেক্টর রাকিব হোসেন এবং সাব-ইন্সপেক্টর ফজলুল হকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে তাদের রাজশাহী রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, “আমরা এই অন্যায্য প্রত্যাহার মানি না। এতে সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা নষ্ট হচ্ছে।”
এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা এসপি কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। পরে তারা পুলিশ সুপার জেদান আল মুসার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বক্তারা তিন দিনের মধ্যে ডিবি ইনচার্জ ও সংশ্লিষ্ট দুই সদস্যকে সপদে বহাল রাখার আল্টিমেটাম দেন। এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলা পুলিশ অফিসের সামনে অনির্দিষ্টকালের আন্দোলনে নামা হবে।”
অন্যদিকে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগগুলো যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট সদস্যদের নিজ নিজ পদে বহাল রাখা হবে।”

No comments