গাবতলীতে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ লাখ ৭০ হাজার টাকা চুরি, আসামি গ্রেপ্তার ও জেল হাজতে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মোঃ দুলাল মোল্লার বাড়ি থেকে ৬,৭০,০০০ টাকা চুরি হওয়ার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অভিযানে অভিযুক্ত মোঃ আল আমিন (২২) ও তার পিতা মোঃ সেকেন্দার (৪৭)কে গ্রেপ্তার করে। অভিযোগ অনুযায়ী, মোঃ আল আমিন রাতের সময় ব্যবসায়ীর সয়ন ঘরে প্রবেশ করে বাক্সের তালা ভেঙে টাকা চুরি করে।
মোঃ দুলাল মোল্লার অভিযোগ, পরবর্তীতে তিনি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিবাদীদের বাড়িতে ডাকিয়ে আনলে ১নং বিবাদী মোঃ আল আমিন চুরির স্বীকারোক্তি দেয় এবং জানায় যে টাকা বিবাদী মোঃ ওয়ান-এর কাছে রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর ২নং বিবাদী মোঃ সেকেন্দার মডেল থানায় কৌশলে ফোন করে মিথ্যা অভিযোগ দেয়ার চেষ্টা করলেও পুলিশ তা খতিয়ে দেখে এবং ১নং ও ২নং বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওসি সেরাজুল হক জানান,অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা চুরি হওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। গ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানায়, মোঃ দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে।

No comments