শিরোনাম

‎‎তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধুনটে ফজলুর রহমান খোকনের লিফলেট বিতরণ



‎ধুনট (বগুড়া) প্রতিনিধি

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সম্ভাব্য প্রার্থী ফজলুর রহমান খোকন। গতকাল  শনিবার  বিকেলে তিনি উপজেলার এলাঙ্গী বাজারে লিফলেট বিতরণ করেন। পরে চিকাশী ইউনিয়নের জোড়শিমুল, আড়কাটিয়া ও কাদাই বাজারে গণসংযোগে অংশ নেন। ধুনট উপজেলা বি এন পি'র তরুণ নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি 

আব্দুল মমিন এর  পরিচালনায় ‎ধুনট বি এন পি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।

‎এসময় ফজলুর রহমান খোকন বলেন,

‎“দেশে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন করলেই দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।”

‎এ সময় তিনি আরো বলেন, 

‎“বিএনপি আবারও জনগণের দলে পরিণত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে।” উক্ত লিফলেট বিতরণে অংশ নেন,এলাঙ্গী ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাত হোসেন পিস্টন, বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান, ইউনিয়ন বিএনপি নেতা এমদাদুল হক রাজু, দুলাল, বাদশা, মোজাম, যুবদল নেতা মোমিন, রাব্বি ও শাহজাহান। ছাত্রদল নেতা ইমরান হোসেন, মোস্তাকিম জিসান, রুহান সরকার, ইমরান তাহির, রা-মিম, সিরাজ, শ্রমিক নেতা, মিঠু, আনোয়ার। 

আরও ‎উপস্থিত ছিলেন— ধুনট উপজেলা যুবদল নেতা আব্দুল হালিম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম রানা, মিলন, সাজ্জাদ, উপজেলা ছাত্রদল নেতা বদিউজ্জামাল তমাল, হালিম, রুবেল, শাহীন, সাব্বির, নাঈম, আরিফ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শান্ত মিয়া।

No comments