বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধিঃ
জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করা এবং পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এ কর্মসূচির আয়োজন করে বগুড়া শহর জামায়াত।
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশে একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে।”
তারা আরও বলেন, মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সময়ের দাবি। এ পদ্ধতি গ্রহণ করলে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে বক্তারা মত দেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

No comments