সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফারুক ওরফে সজিব গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফারুক ওরফে সজিব (৪৫) কে গ্রেফতার করেছে।
জানা গেছে, অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ৬টা নাগাদ র্যাব-১২ জানতে পারে যে, বগুড়া সদর থানাধীন গোদার পাড়া চারমাথা এলাকায় উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীর অবস্থান রয়েছে। গোপন সংবাদের সত্যতা যাচাইপূর্বক র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দ্রুত বিচার আইন সংক্রান্ত মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফারুক ওরফে সজিব (৪৫), পিতা- মোঃ আজিমুদ্দিন, সাং- গোদার পাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, সমাজ থেকে অপরাধ নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments