শিরোনাম

আশুলিয়ায় ধুনটের একই পরিবারের শিশুসহ দম্পতির লাশ উদ্ধার।

  

চ্যানেল টেন অনলাইনঃ

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ধুনট উপজেলার নলডাঙা গ্রামের একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন, রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সনি আক্তার (৩০) এবং তাদের ছয় বছরের মেয়ে জমিলা।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতের দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘরের বিছানায় পড়ে ছিল সনি ও শিশুকন্যা জমিলার নিথর দেহ, আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রুবেল আহমেদের মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে রুবেল প্রথমে স্ত্রী ও সন্তানকে বিষ প্রয়োগে হত্যা করেন, পরে নিজে আত্মহত্যা করেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং রুবেল ছিলেন রাজমিস্ত্রি। সারা দিন তাদের দেখা না পাওয়ায় সন্দেহ হলে সন্ধ্যায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনজনের মরদেহ দেখতে পান তারা।

নিহতদের স্বজনদের দাবি, স্ত্রীর পরকীয়ার সন্দেহে রুবেল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

No comments