শিরোনাম

ব্যাংক থেকে টাকা তুলে বেরোতেই হামলা, ১০ ঘন্টার মধ্যে লাখো টাকা উদ্ধার–গ্রেফতার তিন ডাকাত

 

গ্রেফতার হওয়া আসামী 







বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় দিনের আলোয় ব্যাংক থেকে টাকা তুলে হোটেলে খেতে যাওয়া এক মরিচ ব্যবসায়ীকে টার্গেট করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ছুরি ঠেকিয়ে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন। তবে ঘটনাস্থলের আতঙ্ক কাটতে না কাটতেই পুলিশি তৎপরতায় নাটকীয় মোড়—মাত্র ১০ ঘন্টার মধ্যে তিন ডাকাত গ্রেফতার ও ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দত্তবাড়ী এলাকায়। এঘটনার পর গত শুক্রবার দিবাগত রাতে শহরের চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাজনডাঙ্গা এলাকার আব্দুল মান্নান মন্ডলের ছেলে শুকনা মরিচ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। দুপুরে দত্তবাড়ি এলাকার একটি হোটেলে খেতে গেলে ৭-৮ জন সশস্ত্র যুবক অতর্কিতে হামলা চালিয়ে ফিরোজা রঙের ব্যাগ থেকে নগদ ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী ও তার ভাই আহত হোন।

ঘটনার পরপরই বগুড়া সদর থানায় ডাকাতি মামলা (এফআইআর নং-৭১/১৯-০৯-২৫) রুজু হয়। তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্র ব্যবহার করে শুক্রবার রাতভর শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রাজু হ্যাপা ব্যাপারীর ছেলে রাজন ওরফে ক্যাইলা রাজন (২৬), লুৎফরের ছেলে রিয়াজ (২০) ও কালামের ছেলে লিটন (৩৬)।

পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের পর তল্লাশিতে রাজনের কাছ থেকে ২ লাখ টাকা এবং লিটনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ তালিকা মোতাবেক সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, অভিযানের ১০ ঘন্টার মধ্যেই আমরা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিন আসামিকে গ্রেফতার করা হলেও ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments