ডিবির বিশেষ অভিযানে বগুড়ায় অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার, চার ভিকটিম উদ্ধার
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় অপহৃত চারজন ভিকটিমকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দুপুরে আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে চারজনকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ভিকটিম পরিবারের সদস্য মোঃ খোরশেদ আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরে সদর থানায় মামলা (নম্বর-৬৫, তারিখ-১৫/০৯/২৫ খ্রি.) রুজু হয়। মামলাটি ধারা ৩৬৫/৩৮৫/৩৪, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী তদন্ত শুরু করে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।
ডিবি পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত চালিয়ে একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সদর থানাধীন নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে অপহরণ চক্রের মূলহোতা আমিনুল ইসলাম বুলবুল (৩৫), পিতা- মোখলেছুর রহমান, সাং- বাশগাড়ী, থানা- সারিয়াকান্দি এবং তার সহযোগী উকিল (৩৮), পিতা- জাফর আলী, সাং- নারুলী পশ্চিমপাড়া, থানা- সদর, জেলা- বগুড়া—কে গ্রেফতার করা হয়।
পরে ধৃত আসামীদের দেখানো মতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চার ভিকটিমকে জীবিত উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন। তিনি জানান, গ্রেফতার হওয়া আসামী আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে পূর্বেও চারটি রাজনৈতিক ও মাদক সংশ্লিষ্ট মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

No comments