শিরোনাম

ধুনটে পুর্ব শক্রতার জেরে বাড়িঘরে হামলা আসবাবপত্র ভাংচুর

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে পুর্ব শক্রতার জের ধরে বাড়ি ঘরে হামলা ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার  উপজেলার নয়া চানদিয়াড় গ্রামে। 

  নয়া চানদিয়াড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী শাপলা খাতুন জানান, একই গ্রামের আশরাফ আলীর সাথে তাদের দির্ঘদিন থেকে পুর্ব বিরোধ চলে আসছিল। গত ৮ সেপ্টেম্বর বিরোধের জের ধরে আশরাফ আলী , সাইফুল ইসলাম , জালাল উদ্দিন ও মানজা শেখ সহ ৭/ ৮ জন লাঠি সোডা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলা কারীরা  আসবাবপত্র ভাংচুর সহ নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করে নেয়। এঘটনায় শাপলা খাতুন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

 ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

No comments