শিরোনাম

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ছবিঃ নিহত আবু বক্কর সিদ্দিক

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগড়া তালপুকুরপাড়ার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— একটি চক্র তার অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, জলাশয়ে মরদেহ ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় হাজারো মানুষ ভিড় করেন। এসময় নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

স্বজনরা জানান, গত ৩০ আগস্ট একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশায় নতুন ব্যাটারি সংযোজন করেছিলেন আবু বক্কর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অটোরিকশা ছিনতাইয়ের জন্যই চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

No comments