শিরোনাম

বগুড়ায় ডিবির অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার

 

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মোট ৬১০ (ছয়শত দশ) বোতল মদ উদ্ধার করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে শেরপুর থানাধীন শ্রীরামপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পলাতক মাদক ব্যবসায়ী হৃদয় বাসফোর (২৯)-এর বসতবাড়ির ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়। তার পিতা মৃত লালজি বাসফোর।

ডিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে: ২০০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির Country Liquor মদ (প্রতিটি বোতলে ১০০০ মিলিলিটার) ৪১০ বোতল দেশীয় চোলাই মদ (প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার)।

হৃদয় বাসফোরের বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। তাকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

ঘটনার পর শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

No comments