শিরোনাম

বগুড়ায় দুর্বৃত্তদের দায়ের কোপে কলেজ শিক্ষার্থী আহত

 











বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় দুর্বৃত্তদের দায়ের কোপে আহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর ওয়ার্ডের লিলা হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রাহিম (২৮) আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ওই এলাকার হারুন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫ সেপ্টেম্বর এলাকায় ঘটে যাওয়া একটি অপহরণের ঘটনায় পুলিশকে তথ্য দিয়েছিলেন রাহিম। এর জেরে একই পরিবারের তিন ভাই ছোটন, শাওন ও রনি ধারালো দা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

আহত রাহিম বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার উপর হামলা চালায়।”

বগুড়ার স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

No comments