শিরোনাম

চীনে হাতের নখের কেজি ২১ ডলার! জানুন এর পেছনের রহস্য

 

চ্যানেল টেন অনলাইনঃ

চীনে আঙুলের কাটা নখ বিক্রি হচ্ছে চড়া দামে — শুনতে অদ্ভুত লাগলেও, এটি বাস্তব। এ ঘটনার পেছনে রয়েছে এক বিস্ময়কর কারণ।

বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চীনের স্থানীয় কিছু ভেষজ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে মানবনখ ব্যবহার করে আসছে। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুঁড়াকে কার্যকর বলে মনে করা হয়।

এই চাহিদার কারণেই গ্রামীণ এলাকা ও স্কুল থেকে কাটা নখ সংগ্রহ করে ওষুধ কোম্পানিগুলো। প্রথমে সেগুলো ভালোভাবে ধুয়ে শুকানো হয়, এরপর গুঁড়ো করে ব্যবহার করা হয় ভেষজ ওষুধ তৈরিতে।

বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে মাত্র ১০০ গ্রাম নখ গজায়। উৎপাদনের পরিমাণ কম হওয়ায় বাজারে এর দাম তুলনামূলক বেশি।

চীনের এক নারী গণমাধ্যমকে জানান, তিনি ছোটবেলা থেকেই নিজের কাটা নখ জমিয়ে বিক্রি করছেন। বর্তমানে তিনি প্রতি কেজি নখ ২১ ডলারে বিক্রি করছেন।

তবে এটি নতুন কোনো ঘটনা নয়। ১৯৬০-এর দশক থেকেই চীনের স্থানীয় চিকিৎসা পদ্ধতিতে মানবনখ ব্যবহার হয়ে আসছে। এক সময় নেইল পলিশের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে এর ব্যবহার কমে গেলেও, সম্প্রতি আবারও এর চাহিদা বেড়েছে।



No comments