বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
জাহিদ, বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার বিশেষ অভিযানে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল শেখ (৩১) কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের গোয়েন্দা তৎপরতায় ধরা পড়লো এই অভিযুক্ত।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়ার গাবতলী থানাধীন চকবোঝাই সন্ধাবাড়ী এলাকায় এক হত্যা মামলার আসামী অবস্থান করছে। খবর পাওয়া মাত্রই র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া দ্রুত গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল শেখ ওরফে রাসেল (৩১), পিতা—ইলিয়াস শেখ ওরফে পাগলা, সাং—সাবগ্রাম করশা পাড়া, থানা—সদর, জেলা—বগুড়া, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতার এড়াতে রাসেল দীর্ঘদিন ধরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments