শিরোনাম

ভুয়া এনজিওর প্রতারণা: সোনাতলায় ৩ কোটি টাকা আত্মসাৎ

 


সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামে একটি ভূয়া এনজিওর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ১১০০ সদস্যের কাছ থেকে সংস্থাটি আনুমানিক ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

গড়চেতনাপুর গ্রামের শাহীন-এর স্ত্রী শিখা খাতুন অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে এনজিওটির সদস্য হতে বাধ্য করা হয়। পরে তিনি নিজের পাশবইয়ের মাধ্যমে ১,৮০০ টাকা জমা দেন। কিন্তু প্রতিশ্রুত ঋণ না পেয়ে এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার শিকার হন।

শিখা খাতুনসহ একাধিক ভুক্তভোগীর অভিযোগে এনজিওটির সোনাতলা শাখার তিন ব্যক্তিকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন— মৃত তসলিম উদ্দিন সরকারের ছেলে আলমগীর হোসেন, মৃত মোজাফর হোসেনের ছেলে শামীম আকতার রতন, মৃত মোজাফর হোসেনের ছেলে মাহমুদুর রহমান রনি, 

ভুক্তভোগীদের দাবি, ডিএনবি নামের এ সংস্থা সঞ্চয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সদস্যদের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করে। পরে সংস্থার কর্মকর্তারা টাকা নিয়ে গা ঢাকা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিখা খাতুন গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

No comments