বগুড়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী
বগুড়া প্রতিনিধি ❘
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ একটি পাথরবোঝাই ট্রাক জব্দ এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে বগুড়ার শাজাহানপুর থানার বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা- বগুড়া মহাসড়কে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্দেহভাজন একটি ট্রাক আটক করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, পাথরের স্তরের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি কাপড়ের বস্তার ভেতরে ১০ কেজি গাঁজা রাখা আছে।
পরে গাঁজাসহ ট্রাকটি জব্দ এবং ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ শমসের আলী (৩৫), পিতা- মোঃ সুলতান, সাং- হীরারকুঠি,
মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা- মৃত আহাতাব আলী, সাং- শিংগিরভিটা;
উভয়ের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক পরিবহনের সঙ্গে জড়িত এবং একস্থান থেকে অন্যস্থানে গাঁজা সরবরাহ করে আসছিল।
ঘটনার বিষয়ে শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

No comments