ধুনটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা টিউলিপ পাবলিক স্কুলে এসএসসি ২০২৫ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজন জিপিএ-৫ অর্জন করায় তাদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—
আয়েশা আফরিন এশা, সুবাইবা ইসলাম, ফাহমিদা ইসলাম রাফা, ফারহানা আক্তার মিম, নূরে তাইয়্যেবা নিহা,মঞ্জুরুল ইসলাম নাহিদ
আব্দুল্লাহ আল মামুন
অনুষ্ঠানটি সোনাহাটা আলহাজ্ব কিয়ামাতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও টিউলিপ পাবলিক স্কুলের পরিচালক নাসির উদ্দিন ও তৌফিক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান নির্বাহী ও সোনাহাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনানাটা ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম, লিও জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর রিজিয়ন ডিরেক্টর, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নান্দিয়ারপাড়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক কবির উদ্দীন কোব্বাত ও ঝিনাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাহবুবর রহমান।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জড় নই, মৃত নই, অন্ধকারে খনিজও নই—আমি জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ।” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পরিশ্রম ও মানবিকতার পথে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু স্যারদের কারণে এতো ভালো রেজাল্ট করতে পেরেছি। স্যাররা নিরলস ভাবে আমাদের সঠিকভাবে পড়াশোনা করেছেন। আর বিশেষ করে এ প্রতিষ্ঠানে পরিবেশ মনোমুগ্ধকর।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments