নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
বগুড়া প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি অংশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী অংশ নেন। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং ভিপি নুরের ওপর হামলার বিচার দাবি করেন।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, ‘জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে প্রশাসনের একটি বিশেষ মহল। এরই ধারাবাহিকতায় ঢাকায় ভিপি নুরের নেতৃত্বে আয়োজিত শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা চালানো হয়েছে।’
তারা দাবি জানান, আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সব রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

No comments