বগুড়ায় খাল থেকে মিললো ৬টি হাতবোমা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে চারটি হাতবোমা ও পড়ে আরও দুইটি মোট ৬টি সদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের একটি বিশেষ দল উদ্ধার হওয়া বোমাগুলো পরীক্ষা করছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, উগ্রবাদীরা হামলার উদ্দেশ্যে এসব বোমা ফেলে রেখে গেছে। তারা আরও বলেন, “আল্লাহ আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরাতন। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

No comments