শিরোনাম

চকরিয়া থানা হাজতে যুবকের ‘আত্মহত্যা’



স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম দুর্জয় চৌধুরী (২৭)। তিনি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার বাসিন্দা এবং কমল চৌধুরীর ছেলে। দুর্জয় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন

থানা সূত্রে জানা গেছে, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে চকরিয়া থানা হাজতে রাখা হয়। শুক্রবার (২২ আগস্ট) ভোরে পুলিশ সদস্যরা হাজতের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এমন মর্মান্তিক ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

No comments