বগুড়ায় যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় তূর্য (২৪) নামের এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শহরের দত্তবাড়ি কালী মন্দির এলাকার সামনে এ ঘটনা ঘটে।
আহত তূর্য পৌরসভার চক সূত্রাপুর এলাকার বিদ্যুৎ কুমারের ছেলে। স্থানীয়রা জানান, কে বা কারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তূর্যের শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

No comments