বগুড়ায় আপ বাংলাদেশ জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার বগুড়া:
আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) আপ বাংলাদেশ, বগুড়া জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর রোডের TEEA INN Garden রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ বগুড়া জেলার আহ্বায়ক অলিউল হাসান শিমুল। সভা সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব মোহসিনুল হাসান রিফাত।
পরিচিতি সভায় জেলার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুস সবুর তালুকদার রাকিবসহ অন্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন এবং সেই স্পিরিট ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, খুব অল্প সময়ের মধ্যেই আপ বাংলাদেশ জনগণের মনে স্থান করে নেবে এবং দেশ গঠনের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments