বগুড়ার শাজাহানপুরে সরকারি সার অতিরিক্ত দামে বিক্রি, সার ব্যবসায়ীকে জরিমানা।
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে সরকারি ভর্তুকি মূল্যের সার কৃষকের নিকট অধিক মূল্যে বিক্রি করার অপরাধে মেসার্স নুর কৃষি ভান্ডার নামক প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১২ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
প্রশাসন জানায়, সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী এক বস্তা টিএসপি সারের দাম ১৩৫০ টাকা হলেও ওই ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে ১৭৫০ টাকা করে বিক্রি করছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং ১২ বস্তা সার জব্দ করে। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহান আফরোজা,আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন, জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

No comments